নিজস্ব প্রতিবেদক:
তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরিদর্শন করছেন বিশ্বের ক্যাথলিক ধর্মাবলম্বীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সফরের শেষ দিন আজ সকাল ১০টায় মাদার তেরেসা ভবনে গেলে তাকে স্বাগত জানানো হয়। এরপর তেজগাঁও মিশনারি ও কবরস্থান পরিদর্শন শেষে খ্রিস্টধর্মের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
বিকেল সোয়া ৩টায় তিনি নটরডেম কলেজে যুব সম্প্রদায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ক্যাথলিক বিশপের আমন্ত্রণে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান পোপ ফ্রান্সিস। মিয়ানমার সফর শেষে নেপিদো থেকে সরাসরি ঢাকায় আসেন তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি