১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩১

ভারতে ঘূর্ণিঝড়ে নিহত ৮, নিখোঁজ ৯০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু ও কেরালা উপকূলে প্রচন্ড ঘূর্ণিজড়ের আঘাতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছেন অন্তত ৯০ জেলে। ‘সাইক্লোন অক্ষি’ নামের এ ঘূর্ণিজড় লাক্ষাদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে।

এক কর্মকর্তা জানান এ ঝড়ের আঘাতে তামিলনাড়ুতে চারজন ও কেরালায় চারজনের মৃত্যু হয়েছে। অক্ষির প্রভাবে তামিলনাড়ু, কেরালা ও লাকশাদ্বীপে প্রচণ্ড ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে।

আজ শুক্রবার সকালে ঘূর্ণিঝড়টি আরব সাগরে লাক্ষাদ্বীপের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। সেটি ধীরে ধীরে দ্বীপটির দিকে এগোচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি ১৩০ কিলোমিটার গতিতে বয়ে চলেছে।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু ও কেরালায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। তামিলনাড়ুর চেন্নাইতে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ। একই সঙ্গে রাজ্যটির কন্যাকুমারী, তুতিকোরিন, কাঞ্চিপুরম, ভিল্লিপুরম, মাদুরাই, খেনি ও ত্রিভারুরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে শহরগুলোর বাসিন্দাদের। এ ছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

এরই মধ্যে নিখোঁজ জেলেদের উদ্ধারে নেমেছে ভারতের নৌবাহিনী। বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজের জন্য তিনটি জাহাজ ও দুটি বিমান তৈরি রাখা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৭ ৪:৩১ অপরাহ্ণ