১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৪৯

পেশোয়ারের ছাত্রাবাসে সন্ত্রাসী হামলা: নিহত ৯ ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পেশোয়ার শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসে সন্ত্রাসীদের হামলায় অন্তত নয় ছাত্র নিহত ও ৩৭ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে চার সন্ত্রাসী ওই ছাত্রাবাসে হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে।

আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উগ্রবাদী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে।

পেশোয়ারের হায়াতাবাদ হাসপাতাল ও খায়বার টিচিং হাসাপাতালে আহত ছাত্রদের ভর্তি করা হয়েছে। এছাড়া, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, গোলাগুলির ঘটনায় দুই সেনা আহত হয়েছে এবং তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

আইএসপিআর বলছে, কৃষি প্রশিক্ষণ হোস্টেলে হামলার ঘটনায় সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পুলিশ বলছে, হামলায় জড়িত চার সন্ত্রাসীই মারা গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৭ ৪:৪৭ অপরাহ্ণ