২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:৫৬

আজ থেকে ইবির ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার থেকে শুরু হবে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রতিদিন মোট চার শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ১ম শিফট সকাল ৯টা থেকে ১০ টা, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে আড়াইটা এবং ৪র্থ শিফট বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। প্রথম দিন ১ ডিসেম্বর প্রথম শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘এফ’ ইউনিট এবং ২য় ও ৪র্থ শিফ্টে একই অনুষদ ভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবছর ৮ টি ইউনিটের অধীনে ৩৩ টি বিভাগে মোট ২২৭৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৭ হাজার ৩ শত ৬৮টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৮ জন ভর্তিচ্ছু। এছাড়া দক্ষিণ এশিয়া, সার্কভুক্ত ও মধ্যপ্রাচসহ সকল দেশের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। প্রতি বিভাগে দুই জন করে বিদেশী শিক্ষার্থী ভর্তি হতে পারবে। পরীক্ষার্থীকে ডাউনলোডকৃত প্রবেশপত্রের দুই কপি ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের দুই কপি পরীক্ষার হলে আনতে হবে। পরীক্ষার হলে কোন ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়া হবে না।
এছাড়া মোবাইল, ব্লটুথ, ক্যালকুলেটর, ঘড়িসহ সকল প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার হলে নিষিদ্ধ থাকবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৪:৩৩ অপরাহ্ণ