১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

ভারতে ১৪৬ চিকিৎসককে সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

চিকিৎসায় গাফিলতি ও অনিয়মের কারণে ভারতে ১৪৬ জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারতের চিকিৎসকদের শীর্ষ সংগঠন মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া (এমসিআই) এ পদক্ষেপ নিয়েছে। এমসিআই সাময়িক বরখাস্ত চিকিৎসকদের তালিকা তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এসব চিকিৎসকের নিবন্ধন এক থেকে পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে স্থগিত করা হয়েছে।

এই তালিকার শীর্ষে আছে মহারাষ্ট্র। সেখানে সাময়িক বরখাস্ত হওয়া চিকিৎসকের সংখ্যা ৪৭। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ (১৭) ও রাজস্থান (১৭), তৃতীয় স্থানে গুজরাট (৮)। এরপর রয়েছে যথাক্রমে হরিয়ানা (৬), পাঞ্জাব (৫), উত্তরাখন্ড (৩), কর্ণাটক (২) ও মধ্যপ্রদেশ (২)। এ ছাড়া এমসিআইয়ের কালো তালিকায় রয়েছে আরও ১৪ জন চিকিৎসকের নাম। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য শান্তনু সেন সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনায় এটা স্পষ্ট যে আমরা কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিইনি এবং আপসও করিনি।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৪:৪০ অপরাহ্ণ