১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

চৌগাছা বিএনপির সম্পাদক ফের আটক

নিজস্ব প্রতিবেদক:

যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদারকে আবারো আটক করেছে পুলিশ।
বুধবার রাতে চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে শহরের চাউল বাজারস্থ তার নিজেস্ব বাসভবন থেকে তাকে আটক করে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শামীম উদ্দিন তার আটকের সত্যতা নিশ্চিত করেছেন। ইউনুচ আলীর ছেলে ছাত্রদল নেতা আবুবকর সিদ্দিক বলেন তার পিতার নামে বর্তমানে কোনও মামলা নেই। ইতিপূর্বে যে সব মামলা ছিল সব মামলায় তিনি জামিনে আছেন।
তিনি আরো জানান, তার পিতা কানের সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উল্লেখ্য ইউনুচ আলী দফাদার এর আগে বেশ কয়েকবার আটক হয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ