২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩২

ঢাকায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক:

তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাজধানী ঢাকায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোপের বহনকারী বিশেষ বিমান অবতরণ করে। রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরুকেএসময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২১ বার তোপধ্বনির মাধ্যমে পোপকে স্বাগত জানানো হয়। পোপ ফ্রান্সিস বিশ্বের এক দশমিক ২ বিলিয়ন রোমান ক্যাথলিকদের নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্যাথলিক বিশপ কনফারেন্স অব বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় এসেছেন। ২ ডিসেম্বর সন্ধ্যায় তিনি রোমে ফিরে যাবেন।

দেশের জনগণের সঙ্গে সম্প্রীতি ও শান্তির বাস্তবতা উদযাপন করার জন্য সকল অনুভূতি, চিন্তা, ধ্যান ও বার্তা নিয়ে আসছেন পোপ। এবার নিয়ে বাংলাদেশের মাটিতে তৃতীয় পোপের আগমন ঘটছে। আনুষ্ঠানিকভাবে ১৯৮৬ সালের ১৯ নভেম্বর পোপ দ্বিতীয় জন পল বাংলাদেশে এসেছিলেন। এর আগে ১৯৭০ সালে ২৭ নভেম্বর পোপ ষষ্ঠ পল বাংলাদেশে এক ঘণ্টার যাত্রাবিরতি নিয়েছিলেন। এদিকে পোপের বাংলাদেশ সফর ঘিরে কাকরাইল চার্চে চলছে মঞ্চ বানানো থেকে শুরু করে বাগান সাজানো, গেইট সাজানো ও দেয়ালে রঙের কাজ। রাতে তিনি থাকবেন ভ্যাটিকান দূতাবাসে।

বিমানবন্দর থেকে সরাসরি পোপ চলে যাবেন বিকেল ৪টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে। এছাড়া রাত ৮টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও কূটনৈতিক মহলের সাথে বৈঠক করবেন। ১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে পোপ বক্তব্য রাখবেন। এরপর বিকেল ৩টার দিকে ভ্যাটিকান দূতাবাসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। ২ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টার দিকে তেজগাঁও মাদার তেরেসা ভবনে ব্যক্তিগত পরিদর্শন করবেন। বিকেল ৩টায় নটর ডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখেবেন তিনি। ওইদিন সন্ধ্যা ৫টার দিকে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ