১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

বাংলাদেশে গুম ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশে চলমান বিচারবর্হিভূত হত্যাকান্ড, গুম, কারা হেফাজতে মৃত্যু এবং অন্যায়ভাবে নাগরিকদের গ্রেফতারের ঘটনায় আবারো উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুম নিয়ে সংসদে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগের এ বিষয়টি তোলে ধরেন। সম্প্রতি বাংলাদেশে গুম-খুন প্রসঙ্গে শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গুমের সংখ্যা বাংলাদেশের চেয়ে অনেক বেশি।

বাংলাদেশে অব্যাহত গুম- খুন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র হিদার জাস্ট নিউজকে জানান, বারবারই আমরা বিচার বর্হিভূত হত্যাকান্ড, আটক অবস্থায় মৃত্যু, গুম এবং অন্যায়ভাবে আটকের ঘটনাগুলোতে উদ্বেগ জানিয়ে আসছি। এসব ঘটনার স্বচ্ছ তদন্তের আহবান জানিয়ে তিনি বলেন, আমরা আবারো এইসব মানবাধিকার লংঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষমতার অপব্যবহারে জড়িত সরকারি কর্মকর্তাদের বিচারের আওতায় আনার আহবান জানাই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৩:৪৩ অপরাহ্ণ