১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামতের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্তরে তারুণ্যের আর্তনাদ নামের একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে খালিয়াজুরী প্রেসক্লাব সভাপতি শফিকুল ইসলাম, তারুণ্যের আর্তনাদের সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম, সমাজকর্মী জাকির হোসেন মানিক ও নাসির উদ্দিন বক্তব্য রাখেন। তারুণ্যের আর্তনাদের সভাপতি স্বাগত সরকার শুভ বলেন, ‘বাঁধ রক্ষা মেরামত কাজের সময় এলেও সংশ্লিষ্ট সরকারি দফতর এখনও তা শুরু না করায় আমাদের এ মানববন্ধন করতে হয়েছে।’

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ