দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:
বহু বছর আগে লাতিন আমেরিকায় ঘাতক পোকার সংক্রমণ দেখা দিয়েছিল। যদিও এখন তা ইতিহাস। কিন্তু মনিষীরা বলেন, ইতিহাস বারবারই ফিরে আসে। সে কথাই সত্য হয়ে সম্ভবত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি লাতিন আমেরিকায় রহস্যময় পোকার আবির্ভাব ঘটেছে। পোকাটির কামড়ে গুরুতর অসুস্থ হয়ে টেক্সাসের হিউস্টনের বিভিন্ন হাসপাতালে অন্তত ১৭ জন ভর্তি হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকেরা।
প্রতিবেদনে বলা হচ্ছে, জাতে পোকা হলেও এদের আচার আচরণ অনেকটাই মশার মতো। এরাও মানুষের রক্ত খেতে কামড় বসায়। আর তাতে সেই মানুষটির শরীরে অজানা রোগের বিস্তার ঘটে। আক্রান্ত ব্যক্তি প্রথম দিকে কিছু বুঝতে না পারলেও ক্রমেই তার শরীর খারাপ হতে থাকে। প্রথমে দেহ অবসন্ন হওয়া, এরপর তাপমাত্রা বেড়ে যাওয়া, বমি ভাব দেখা দেয়। এক পর্যায়ে আক্রান্ত ব্যক্তির শরীর নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
গবেষকেরা বলছেন, পোকাটির আচরণ রহস্যময় হওয়ার আরও বিষয় আছে। এই পোকা দিনের বেলা দেখা যায় না। এদের সন্ধান মেলে রাতে। তবে রাতে এরা বের হলেও কোনো মানুষকে আক্রমণ করে না। এরা মানুষের শরীরে তখনই কামড় বসায় যখন তারা ঘুমিয়ে থাকেন। আবার ঘুমন্ত মানুষকে কামড় দিলেও রহস্যময় পোকাটি মুখ ছাড়া শরীরের কোথাও বসে না। অর্থাৎ অজানা পোকাটি একমাত্র রাতে এবং ঘুমন্ত মানুষের মুখে কামড় বসায়। এ কারণে গবেষকেরা রহস্যময় ওই পোকার নাম রেখেছেন ‘কিসিং বাগ’। আক্রান্ত ব্যক্তির কামড়ের স্থানটি শুধুমাত্র লাল ছাড়া আর কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু ধিরে ধিরে তার শরীর অবসন্ন হতে থাকে।
গবেষকেরা বলছেন, পোকাটির সংক্রমণ ক্রমেই টেক্সাস ছাড়িয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। পোকাটির ছড়িয়ে দেয়া জ্বীবাণুর কোনো প্রতিষেধক তাদের কাছে নেই। এমনকি তাদের কাছে এখন পর্যন্ত রোগের উৎসটিও ধরা পড়েনি। তবে তারা আশাবাদী শীঘ্রই এই পোকার রহস্যের সমাধান মিলবে।
দৈনিকদেশজনতা/ আই সি