১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৬

হবিগঞ্জে সরকারি বই পাচারকালে আটক ৬

নিজস্ব প্রতিবেদক:

মাধ্যমিক স্তরের নতুন বই পাচারকালে নম্বর বিহীন ট্রাকসহ ৬ জনকে আটক করেছে বাহুবলের জনতা । আটকৃতদের মধ্যে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারীও রয়েছেন। পরে তাদের বাহুবল থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটককৃতরা হলো- বই সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার চৌবাড়িয়া গ্রামের হারিছ মিয়ার পুত্র আইয়ূব আলী (৪২), মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ট্রাক চালক মফিদুল ইসলাম (৪৫), ঢাকা যাত্রাবাড়ী এলাকার মৃত জলিল হোসেনের পুত্র ট্রাক হেলপার রমজান হোসেন (২২) ও চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার বেগমপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র ট্রাক হেলপার মোবারক হোসেন (১৭)।

বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসের অফিস সহকারী মনিরুজ্জামান (৪০) ও নাইট গার্ড আব্দুল হান্নান (৫০)।

জানা গেছে, (২৯ নভেম্বর) বুধবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলা সদর ডিএনআই মডেল হাই স্কুলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অস্থায়ী গোদাম থেকে বই পাচারের ঘটনাটি ঘটে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার ছুটিতে আছেন। তার সাথে যোগাযোগ হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি এসে এ ব্যাপারে ব্যবস্থা নিবেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

 

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ