স্পোর্টস ডেস্ক:
বিপিএলের ঢাকা পর্বে দুই দলের সাক্ষাতে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পর্বে এসে জয়ের কাছে থেকে ঘুরে গেল ঢাকা ডায়নামাইটস। কুমিল্লার দেয়া ১৬৮ রানের জবাবে ২০ ওভার শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলতে পারে সাকিব আল হাসানের দল। ১২ রানের হার মেনে নিতে হলো তাদের। এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে বিপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল তামিম ইকবালের কুমিল্লা। এই ম্যাচ দিয়ে শেষ হলো টুর্নামেন্টটির চট্টগ্রাম পর্ব।
তবে তামিম খেলোয়াড়সুলভ আচরণের একটি উদাহরণ স্থাপন করেছেন এদিন। ১৮ তম ওভারে বোলার ব্রাভোর সাথে ধাক্কা লাগায় নন স্ট্রাইকিং প্রান্তে পৌঁছাতে পারেন নি ঢাকার ব্যাটসম্যান কেভন কুপার। ফলে রান আউট হন তিনি। তবে তামিম কুপারকে ফিরিয়ে আনেন এবং আবার খেলার সুযোগ দেন।
এর আগে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। তবে কুমিল্লা তাদের অধিনায়ক তামিমের ব্যাটে ভর করে ভালো শুরু পায়। লিটন দাসকে সাথে নিয়ে ৭.২ ওভারে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। ৩৭ রান করে তামিম ফিরলেও রানের গতি কিছুটা কমে যায়। তবে লিটন, মারলন স্যামুয়েলস, ইমরুল কায়েসের ছোট ছোট সংগ্রহে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে পৌঁছে কুমিল্লা। দলীয় সর্বোচ্চ ৩৯ রান করেন স্যামুয়েলস। ঢাকার কেভন কুপার ৪২ রান খরচায় ৩ উইকেট পান। সাকিবের শিকার ২ উইকেট, ২৩ রানের বিনিময়ে। ব্রাভো ম্যাচসেরার পুরস্কার পান।
কুমিল্লার এই জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি নিজেদের দখলে নিল। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা টাইটান্স। আর তৃতীয় স্থানে থাকা ঢাকার ১০ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ১২।
শনিবার আবার ঢাকায় ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে বেলা ১টায় কুমিল্লা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। সন্ধ্যা ৬টায় ঢাকা মুখোমুখি হবে রাজশাহী কিংসের। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৬৭/৬ (২০ ওভার) (তামিম ৩৭, লিটন ৩৪, ইমরুল ২৬, স্যামুয়েলস ৩৯, বাটলার ৪, মালিক ৯*, ব্রাভো ৬, হাসান ৮*; রনি ০/৩৫, কুপার ৩/৪২, নারিন ০/১৫, শহীদ ০/২৬, মোসাদ্দেক ০/২৪, সাকিব ২/২৩)।
ঢাকা ডায়নামাইটস : ১৫৫/৮ (২০ ওভার) (লুইস ৬, ডেনলি ৪৯, সাদমান ৯, সাকিব ৭, নারিন ৫, পোলার্ড ২৭, মোসাদ্দেক ১৭, জহুরুল ১৭, কুপার ৯*, রনি ৫*; মেহেদী ০/১৬, মালিক ১/২৬, হাসান ০/৩৮, আল-আমিন ০/২৬, ব্রাভো ৩/৩১, সাইফ ২/১৮)।
ফলাফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১২ রানে জয়ী।
ম্যাচসেরা : ডোয়াইন ব্রাভো।
দৈনিক দেশজনতা/এন এইচ