নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাকচাপায় মনিরুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উজানপাড়া এলাকার নিয়ামত আলীর ছেলে। বুধবার দুপুরে জেলার গোদাগাড়ী উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি ট্রাক মনিরুল ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার উপর মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান। এসময় তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়। কোন অভিযোগ না থাকায় লাশটি উদ্ধার করে পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
দৈনিক দেশজনতা /এমএইচ