১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

নতুন বছরের উপহার ফোরজি সেবা: তারানা হালিম

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

নতুন বছরের উপহার ফোরজি সেবা: তারানা হালিম। নতুন বছরের উপহার হিসেবে জানুয়ারি থেকে ফোরজি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তারানা হালিম বলেন, জানুয়ারিতে ফোরজি সুবিধা চালু হলে গ্রাহকরা ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পাবেন।
এর আগে তিনি জানিয়েছিলেন নভেম্বর মাসের মধ্যে ফোরজি চালুর প্রযুক্তিগত কাজ শেষ হবে। এর পর তরঙ্গ নিলাম করে ডিসেম্বরের মধ্যেই ফোরজি সেবা চালু করা হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ