১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

বাম দলের হরতালে বিএনপির সমর্থন

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সারা দেশে বাম দলগুলোর ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী এ কথা জানান।
গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা এ হরতাল আহ্বান করে। এর আগে ওই দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দেয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৭ ১:৪২ অপরাহ্ণ