আন্তর্জাতিক ডেস্ক:
সমকামী বিয়ের বৈধতার পথে আরও একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানায়, সিনেটের আইন প্রণেতারা এই বিষয়ে প্রস্তাবিত বিলটি পাস করেছেন।
বিলটি পাসের পর সরকার দলীয় সিনেট প্রধান এটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস জানান, অস্ট্রেলিয়ায় যৌনতা নিয়ে যে বাধ্য বাধকতা ছিল তার অবসানের পথ সুগম হল।
তিনি আরও বলেন, বিলটি পাস হওয়ায় এখানকার সহকামী তরুণ প্রজন্ম নিজেদের আর অপরাধী কিংবা অপাংক্তেয় ভাবতে পারবে না।
মঙ্গলবার বিলটি পাসের আগে সিনেটর তার বক্তব্যে বলেন, সহকামীতার জন্য যারা নিজেদের সমাজের অংশ বলে ভাবতে পারছে না তাদের ধারণার পরিবর্তন ঘটবে। তাদের মধ্যে বিশ্বাস আসবে যে তারা অপরাধী নন, তারা অস্বাভাবিক নন! তারাও আমাদের মতোই স্বাভাবিক।
দেশটির উচ্চকক্ষে পাস হওয়ার পর বিলটি এখন নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ’এ যাবে। সেখানে নিম্নকক্ষের সদস্যরা বিলটি নিয়ে আলাপ আলোচনার পর তা পাস হলে সমকামী বিয়ের বিষয়টি আইনে পরিণত হবে। ফলে অস্ট্রেলিয়ায় সহকামী বিয়ের ক্ষেত্রে আইনত কোনো বাধা থাকবে না।
দৈনিক দেশজনতা/এন এইচ