নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি নির্বাচনে যেতে ভয় পায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে ছাড়া হবে না। আর খালেদা জিয়া ছাড়া তো প্রশ্নই আসে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করা মানে ট্রাকের নিচে মাথা দেয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি আরও বলেন, ‘আমরা তো জেলে যাই আর আসি। কিন্তু এই সরকারের আতঙ্ক তারা জেলখানা পর্যন্ত পৌঁছাতে পারবে কি না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই ৭ মার্চের ভাষণ গুরুত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর।
গয়েশ্বর আরও বলেন, আমি এটাও চ্যালেঞ্জ করছি, কূটকৌশল যতই হোক না কেন বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না। কারণ তারা জানে তারা জনবিচ্ছিন্ন। আর তাই সুষ্ঠু নির্বাচনে হাসিনা অংশ নেবেন না।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু প্রমুখ।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

