নিজস্ব প্রতিবেদক:
লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হককে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের পিএস মিজানুর রহমান।
তিনি জানিয়েছেন, লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হককে গত রোববার ফিজিওথেরাপি সেন্টার থেকে আবারো আইসিইউতে নেয়া হয়।
আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির সিইও ডা. আব্দুন নূর তুষার বলেন, উনার অবস্থা ‘ক্রিটিক্যালি ইল’। অবস্থার অবনতি হওয়ায় তাকে আবারো আইসিইউতে নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। খবর পেয়ে উনার ছেলে-মেয়ে গত রাতে লন্ডন রওনা দিয়েছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
আনিসুল হক গত ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগ ধরা পড়ে। তার চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং আশানুরূপ আরোগ্য লাভ করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানান তারা।
দৈনিক দেশজনতা /এন আর