১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৩

ফেব্রুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী

ময়মনসিংহ প্রতিবেদক:
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে দেশের সকল মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। তিনি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত পৌরসভা মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার কাছ থেকে ১০মিনিটের ভিডিওর মাধ্যমে তাদের কাছ থেকে নিজেদের মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করা হবে। বাংলাদেশে সকল মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইন করে সম্মানিত করা হবে, যে কেউ দেখে যেন বলতে পারেন এটি একজন মুক্তিযোদ্ধার কবর।

পথসভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক, সাবেক পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবুল কাশেম, ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ প্রমুখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৮, ২০১৭ ৮:৪৮ অপরাহ্ণ