নরসিংদী প্রতিবেদক:
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান সহকারী আশরাফুল ইসলাম ও প্যাথলজি সহকারী রেজাউল করিম কে ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকালে হাসপাতালে প্রধান সহকারীর নিজ কক্ষ থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। দুদক এর বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার এর তত্ত্বাবধানে ও সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এর নেতৃত্বে আট সদস্যের বিশেষ টিমের সদস্যরা তাদেরকে হাতে-নাতে গ্রেফতার করেছে।
টিমের সদস্যরা মঙ্গলবার দুপুর থেকেই মোহাম্মদ মোরশেদ আলমের নেতৃত্বে হাসপাতালের চারিদিকে ওঁৎ পেতে থাকে। বিকাল ৩টার দিকে ঘুষ গ্রহণের সময় মো. আশরাফুল ইসলাম পাঠানকে ঘুষের ১ লাখ টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করে দুদক বিশেষ টিমের সদস্যরা। এসময় ঘুষ গ্রহণে সহযোগিতা ও ঘুষের টাকা লুকানোর চেষ্টার অভিযোগে একই হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট রেজাউল করিমকেও গ্রেফতার করা হয়েছে। পরে দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী বাদী হয়ে এ বিষয়ে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশনের (ঢাকা-২) উপপরিচালক মোর্শেদ আলম জানান, নরসিংদী জেলা হাসপাতালের কাপড় ধোলাই কাজের বিল উত্তোলন ও পরবর্তীতে কাজ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের মালিক নাছির মিয়ার কাছে আড়াই লাখ টাকা দাবি করেন ওই কর্মকর্তা। এর আগে দুই দফায় প্রধান সহকারী আশরাফুল ইসলাম এক লাখ ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। এরই অংশ হিসেবে বাকি এক লাখ টাকা ঘুষ চাইলে দুদকের সহায়তা নেয় ওই ব্যবসায়ী। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়।
দৈনিক দেশজনতা /এন আর