১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

ভারতের কারণে পেঁয়াজে এত ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ করেই ভারত তাদের পেঁয়াজের রফতানি মূল্য বৃদ্ধি করেছে। গত বৃহস্পতিবার দেশটি একলাফে পেঁয়াজের রফতানি মূল্য টনপ্রতি ৩৫২ ডলার বাড়ায়। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। প্রতিকেজি পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে ১০০ টাকা ছাড়িয়ে গেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, কোনো কারণ ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রফতানির ক্ষেত্রে এলসির বিপরীতে টনপ্রতি ৩৫২ ডলার বাড়িয়ে দিয়েছে ভারত।

গত অক্টোবর মাসে প্রতি টন পেঁয়াজের রফতানি মূল্য ছিল ২৫০ থেকে ৩৫০ মার্কিন ডলার। এরপর কয়েক দফায় তা ৫০০ মার্কিন ডলার নির্ধারণ করেছিল ভারতের কৃষিজাত কাঁচা পণ্যের মূল্য নির্ধারণী সংস্থা (ন্যাফেড)। গত ২৩ নভেম্বর পর্যন্ত এই মূল্যেই পেঁয়াজ আমদানি করছিল বাংলাদেশ। কিন্তু, হঠাৎ করে বৃহস্পতিবার ভারতের পেঁয়াজ রফতানিকারকরা বাংলাদেশকে সাফ জানান, ৮৫২ ডলারের নিচে তারা আর পেঁয়াজ রফতানি করবেন না।

ওইদিন বিকেলেই দিল্লি থেকে মূল্য বৃদ্ধি সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা ভারতের হিলি কাস্টমসে পাঠঅনো হয়। আর গত শনিবার থেকে নতুন এ রফতানি মূল্য কার্যকর হয়েছে বলে বাংলা হিলিস্থল বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন। হিলি স্থলবন্দরের আমদানিকারক বাবলুর রহমান ও সাকিব রেজা জানান, ভারতের এই আচরণে বিপাকে পড়েছেন দেশের পেঁয়াজ আমদানিকারকরা। এমনকি পূর্বে খোলা এলসিগুলোও পুনরায় মূল্য নির্ধারণ করতে হচ্ছে।

তারা বলছেন, বেশি ডলারে ভারত থেকে কোনো পণ্য আমদানি করলে পরে এলসির বিপরীতে ডলার মূল্য কমে গেলে অতিরিক্ত ডলার তারা আর ফেরত দেয় না। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হন আমদানিকারকরা। অন্যদিকে অতিরিক্ত ডলার চলে যায় ভারতে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফকর উদ্দিন জানান, তারা ২৩ নভেম্বর পর্যন্ত ৫০০ ডলারে পেঁয়াজের অ্যাসেসমেন্ট করেছেন। এখন সেটি করছেন ৮৫২ ডলারে।

তিনি জানান, গত ২৩ নভেম্বর পর্যন্ত ১১ হাজার ১৪৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি বন্দর দিয়ে। আর দাম বাড়ার পর গত শনিবার মাত্র ১১টি ট্রাকে ২২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত হঠাৎ করেই রফতানি মূল্য বৃদ্ধি করায় বাংলাদেশের বাজারেও পেঁয়াজের দাম চড়তে শুরু করেছে।

ঢাকা ও দিনাজপুরের কাঁচা ব্যবসায়ীরা জানান, বাজারে পেঁয়াজের দাম কেজি ২০-২৫ টাকা, ক্ষেত্র বিশেষে বেড়ে দ্বিগুণ হয়েছে। তারা জানান, আগে যে পেঁয়াজ বিক্রি হতো ৫৫ থেকে ৭০ টাকা কেজি দরে। এখন সেই পেঁয়াজ তাদের বিক্রি করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। বাজারে দফায় দফায় পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ