১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৮

যুবকের পেটে ২৬৩টি কয়েন

আন্তর্জাতিক ডেস্ক:

যুবকের পেটে ২৬৩টি কয়েন। শুধু তাই অস্ত্রোপচারের পর একে একে বের করা হলো শেভিং ব্লেড, সুঁচসহ মোট পাঁচ কেজি ধাতব বস্তু। ভারতের মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলের ৩২ বছর বয়সীর নাম মোহাম্মাদ মাকসুদ। গত ১৮ নভেম্বর পেট ব্যথা নিয়ে তিনি একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ডা. প্রিয়াঙ্ক শর্মা জানান, তারা এক্স-রে ও অন্যান পরীক্ষা-নিরীক্ষার পর মাকসুদের পেট ব্যথার কারণ নির্ণয়ে সক্ষম হন। এরপর ছয়জন ডাক্তারের একটি দল মাকসুদের পেটে সার্জারি করেন। তারা ১০-১২টি শেভিং ব্লেড, চারটি বড় সুঁই, একটি শিকল, ২৬৩টি কয়েন বা পয়সা, পেরেক, স্ক্রু ও নানান রকম কাচের টুকরো পেট থেকে অপসারণ করেন।

ডাক্তারেরা জানান, এর আগে আরেকটি হাসপাতালে ছয় মাস ধরে মাকসুদের চিকিৎসা করা হয়। ডা. শর্মা জানান, মাকসুদ মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়। সম্ভবত সে ওই সব জিনিস গোপনে গিলে ফেলত। তবে বর্তমানে একদল বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ