১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:০০

দিরাইয়ে তুলার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচরবাজারে তুলার গুদামে আগুন লেগে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শ্যামাচর বাজারের পশ্চিম বাজারে দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ সবুজ মিয়ার তুলার গুদামে আগুন দাউ দাউ করতে দেখেন।

পরে গুদামের আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ৮টি দোকান ভস্মীভূত হয়। পুরোবাজারে আগুন ছড়িয়ে পরার আগেই এলাকার কয়েকটি গ্রামের লোকজন এসে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্কতা( ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ২:৫২ অপরাহ্ণ