নিজস্ব প্রতিবেদক:
ভারতে বাস করা মুসলিমরা বাবরের নয়, রামের বংশধর। উভয়ের ধর্মীয় রীতি ভিন্ন হলেও তাদের পূর্বপুরুষ একই’ বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। রোববার যোধপুরে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি মুসলিমদের সম্পর্কে বিতর্কিত এ মন্তব্য করেন।
তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য শিয়া ও সুন্নিদের এগিয়ে আসা উচিত। সেখানে গ্র্যান্ড রামমন্দির নির্মাণ হওয়া উচিত বলে মন্তব্য করেন। এদিকে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। রোববার পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সচিব সুরেন্দ্র কুমার জৈন এ ঘোষণা দেন।
২০১৮ সালের ১৮ অক্টোবর থেকে রামমন্দির নির্মাণকাজ শুরু হবে বলে তিনি ঘোষণা দেন। মন্দিরের প্রশাসনিক কাজে শুধু হিন্দুদেরই নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

