১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২০

বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে চিটাগং ১৮৭

স্পোর্টস ডেস্ক:

দেয়ালে পিঠ ঠেকে গেছে চিটাগং ভাইকিংসের। সেমিফাইনালের আশা অনেকটাই শেষ। এই অবস্থায় ঘুরো দাঁড়ালেন চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যানরা। বিশেষ করে এনামুল হক বিজয়, লুক রনচি ও সিকান্দার রাজা। এ তিন জনের দারুণ ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করে ঢাকার বিপক্ষে ৫ উইকেটে ১৮৭ রান তুলেছে চিটাগং।

শুরুতে সৌম্য সরকার ফিরে গেলেও লুক রনচি ও এনামুল হক বিজয় জুটি ওই ধাক্কা বুঝতেই দেননি। ধেই ধেই করে রান করতে থাকেন তারা। ১০৭ রানের জুটি গড়েন রনচি- এনামুল। ৪০ বলে চার ছক্কা ও চার চারে ৫৯ রান করে আউট হন রনচি। চলতি বিপিএলে এটা তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

দিনটা ছিল এনামুল হক বিজয়ের। এবারের লিগে একটা ম্যাচে রান এসেছিল। ওই ম্যাচে ৪৭ বলে করেছিলেন ৬২। এদিন আরো বড় ইনিংস খেললেন জাতীয় দলের এক সময়ের ওপেনার। ৪৭ বলে ৩ চার ও ৬ ছক্কায় হাঁকান ৭৩ রানের দারুণ ইনিংস।

শেষ দিকে সিকান্দার রাজা ও নজিবুল্লাহ জাদ্রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৭ রানের বড় স্কোরের পৌঁছে চিটাগং। ২০ বলে ২৪ রান করেন সিকান্দার রাজা। ১০ বলে ১৬ করেন নজিবুল্লাহ। ঢাকা পক্ষে সাকিব, রনি. নারাইন , শহিদ একটি করে উইকেট নেন।

চিটাগং ভাইকিংসের এবার বড়ই করুণ অবস্থা এবার। ৮ ম্যাচে ২ জয়ে ৫ পয়্টে নিয়ে সবার নিচে রয়েছে তারা। ৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা ঢাকার জন্যও এ ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচটা জিততে পারলে শেষ চারে থাকা তাদের জন্য সহজ হয়ে যাবে।

সংক্ষিপ্ত স্কোর

চিটাগং ভাইকিংস : ২০ ওভারে ১৮৭/৫ ( রনচি ৪০ বলে ৫৯, সৌম্য ১ বলে ৫, এনামুল হক বলে ৪৭ বলে ৭৩, সিকান্দার রাজা ১০ বলে অপরাজিত ২৪, নজিবুল্লাহ ১০ বলে ১৬ ; নারাইন ১/১১ সাকিব ১/৫১, রনি ১/৩৫, শহিদ ১/২৮)

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ২:৫৫ অপরাহ্ণ