২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

বিপিএলে শেষ চারের দৌড়ে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের লিগ পর্বের খেলা শেষ পর্যায়ে। প্রতিটি দলই তাদের তিনভাগের দুইভাগ ম্যাচ খেলে ফেলেছে। তবে, এখনও কোনো দলের প্লে-অফ নিশ্চিত হয়নি। বর্তমান যে অবস্থা তাকে কোন দল শেষ চারে খেলবে আর কোন দল বাদ পড়বে তা নিশ্চিত করে বলা কঠিন।

কিন্তু বর্তমান পয়েন্ট টেবিলের হিসাবে শেষ চারের দৌড়ে এগিয়ে রয়েছে খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। তবে, সামনের ম্যাচগুলোতে খারাপ করলে এদের যেকেউই বাদ পড়তে পারে। শেষ চারে খেলার সুযোগ রয়েছে সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসেরও। এজন্য বাকি ম্যাচগুলোতে তাদের জয় পেতে হবে।

এখন পর্যন্ত আট ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সেরা অবস্থানে রয়েছে খুলনা টাইটান্স। সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আট ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা ডায়নামাইটস। আট ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর রাইডার্স।

নয় ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সিলেট সিক্সার্স। আট ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজশাহী কিংস। আট ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চিটাগং ভাইকিংস।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ১০:২৭ পূর্বাহ্ণ