১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

সৈয়দপুর প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সৈয়দপুরে মর্জিনা বেগম (৩৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলী বাজারে রোববার রাত ১০টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত মর্জিনা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়ার নিয়ামুল হকের স্ত্রী। সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের রানু এগ্রোতে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যাক্টরিতে কাজ শেষে ভ্যানচালক স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন মর্জিনা। চিকলী বাজারে ঢাকাগামী একটি নৈশকোচ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আজিজ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৭, ২০১৭ ১০:১৫ পূর্বাহ্ণ