নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় ইয়াসিন মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছেন তার চাচাতো ভাই আবু বকর সিদ্দিক। শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে বাধা দিলে ইয়াসিনের স্ত্রী রাবেয়া আক্তারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পুলিশ আবু বকর সিদ্দিককে আটক করেছে। ইয়াসিন মুন্সীগঞ্জ সদর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে টঙ্গী বাজার এলাকায় শফিকুলের বাড়িতে ভাড়া থাকতেন।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন শেখ জানান, জমিজমা নিয়ে ইয়াসিন ও তার চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইয়সিনের বিরুদ্ধে এর আগে টঙ্গী থানায় একটি মামলাও হয়েছিল। শনিবার বিকেলে আবু বকর সিদ্দিক ইয়াসিনের বাড়িতে বেড়াতে আসেন। তার সঙ্গে একটি ব্যাগও ছিল। পরে রাত আনুমানিক তিনটার দিকে আবু বকর সিদ্দিক ঘুমন্ত অবস্থায় ইয়সিনকে গলাকেটে হত্যা করেন।
এ সময় তার স্ত্রী টের পেয়ে এগিয়ে আসলে তাকে কুপিয়ে জখম করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পালানোর সময় আবু বকরকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া অবস্থা গুরুতর হওয়ায় ইয়াসিনের স্ত্রীকে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ