১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২১

চীনের নিংবোতে প্রচণ্ড বিস্ফোরণে বহু আহত

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের পূর্বাঞ্চলীয় বন্দর নগরী নিংবোতে রবিবার এক প্রচণ্ড বিস্ফোরণে অসংখ্য লোক আহত হয়েছে। এদের অন্তত ৩০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া এ বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে এবং আশপাশের ভবনগুলো ধসে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। সিসিটিভি’র ওয়েবসাইটে বলা হয়েছে, ভোরবেলা এই বিস্ফোরণ ঘটে। টেলিভিশন ফুটেজে উদ্ধারকারীদের আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই বিস্ফোরণে ‘বিপুল সংখ্যক লোক আহত হয়েছে।’ প্রতিবেদনে বলা হয়, অন্তত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে। এএফপি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ১:১৬ অপরাহ্ণ