১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০২

সিলেটে যোগ দিলেন সোহেল তানভীর

স্পোর্টস ডেস্ক:

দলীয় শক্তি বাড়াতে পাকিস্তানি পেস অলরাউন্ডার সোহেল তানভীর উড়িয়ে এনেছে সিলেট সিক্সার্স। রবিবার সকাল থেকে নাসিরদের সঙ্গে অনুশীলনে দেখা গেছে এই পেসারকে। এর আগে মাঠে পৌঁছে দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে পরিচিত হন তিনি। এবারের বিপিএলে টানা প্রথম তিন ম্যাচ জিতে চমক দেখায় অপেক্ষাকৃত কম শক্তিশালী দল সিলেট। তবে এরপর টানা ৫ ম্যাচের জয়ের মুখ দেখেনি দলটি। যদিও দু’একবার জয়ের খুব কাছ থেকেই ফিরে যেতে হয়েছে নাসিরদের। আর তাই জয়ের ধারায় ফিরতে দলে নতুন নতুন অস্ত্র সংযোজন করেছে সিলেট।

এখন পর্যন্ত সিলেটে ৮ ম্যাচ খেলে তিন জয় ও পাঁচ পরাজয় নিয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৬, ২০১৭ ১:০৭ অপরাহ্ণ