১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

মালিতে পৃথক হামলায় শান্তিরক্ষী নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

আফ্রিকার দেশ মালিতে দু’টি পৃথক সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ৪ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় দেশটির এক সেনাও প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি।

আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে ২০১৩ সাল থেকে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষীরা কাজ করে আসছেন। প্রতিবেশি রাষ্ট্র নাইজার এবং বুরকিনা ফাসো থেকে প্রায়ই সন্ত্রাসীরা দেশটির শান্তিরক্ষার কাজে নিয়োজিত জাতিসংঘের রক্ষীদের উপর হামলা চালিয়ে থাকে।

শুক্রবারের পৃথক দু’টি হামলার পেছনেও ইসলামপন্থী জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে বলে, আন্তর্জাতিক আইনে এ ধরনের হামলা যুদ্ধপরাধের সামিল।

নাইজার সীমান্তবর্তী এলাকায় হামলা দু’টি ঘটে জানিয়ে বিবৃতিতে বলা হয়, হতাহতেরা ওই অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং চিকিৎসা সেবা নিশ্চিতের কাজ করছিল। হামলার ঘটনায় মালির সেনাবাহিনী এবং জাতিসংঘের কর্মীসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৮:৫৮ অপরাহ্ণ