স্পোর্টস ডেস্ক:
লক্ষ্য ১৭৯ রানের। রংপুর রাইডার্সকে চ্যালেঞ্জ দিয়েছে স্বাগতিক চিটাগং ভাইকিংস। উইকেটে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। টি-টুয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী দুই ব্যাটসম্যান। কিন্তু শুরু থেকেই অনুপস্থিত তাদের আগ্রাসন। প্রথম ছয় ওভারে রান মাত্র ৩৭। তার উপর পাওয়ার প্লের শেষ ওভারে আউট ব্রেন্ডন ম্যাককালাম। ফলে চাপটা ভালো ভাবেই পেয়ে বসে রংপুরকে। তাই রানের গতি বাড়াতে উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অবাক সিদ্ধান্ত বটে। তবে আগুন ব্যাটিংয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে দলের রানের চাকা দ্রুত ছুটিয়ে গেছেন অধিনায়ক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৯৩ রান। ২২ বলে ৩১ রান নিয়ে ক্রিজে আছেন গেইল। ১৭ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪২ রান তুলে দলকে জয়ের পথে ঠেলে দিয়ে ফিরেছেন মাশরাফি। ২৪৭.০০ স্ট্রাইক রেট মাশরাফির। এখন মোহাম্মদ মিঠুন আছেন গেইলের সাথে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে চিটাগং। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে দলটি। ধারাবাহিক ব্যর্থতার ফাঁদে বাংলাদেশের দুই তারকা সৌম্য সরকার ও এনামুল হক বিজয়। এবার অবশ্য ৩০টি রান করতে পেরেছেন সৌম্য। কিন্তু সেটি বড় হতে দেননি নাহিদুল ইসলাম। তারে আগেই রংপুরের বিপক্ষে আগের ম্যাচে ৭৮ রান করা এই ম্যাচের অধিনায়ক লুক রনকি ১১-তে রান আউট। পরে বিজয় ৭ রান করে মাশরাফির শিকার।
৫৬ রানে ৩ উইকেট পড়ার পরও অনেক বড় কিছু করার মতো ব্যাটসম্যান চিটাগংয়ের ছিল। ৭৬ রানের জুটি গড়ে ওঠে দক্ষিণ দুই আফ্রিকান স্টিয়ান ভ্যান জিল ও সিকান্দার রাজার মধ্যে। তবে আগের রাতের মতো মারমার কাটকাট ব্যাটিং এবার হলো না জিম্বাবুয়ের সিকান্দারের। অন্যপ্রান্তে ছুটছিলেন ভ্যান জিল। রুবেল হোসেন শিকার করলেন সিকান্দার রাজাকে (২২)। এরপর ১৬ বলে ২৫ রানের ইনিংস আফগান নাজিবুল্লাহ জাদরানের।
কিন্তু প্রায় ৯ এর কাছে রান রেটটা নিয়ে চিটাগংয়ের ইনিংসটা শেষ করানোর মূল কৃতিত্বটা দক্ষিণ আফ্রিকার ভ্যান জিলের। ১৯তম ওভারে থিসারা পেরেরা তাকে থামিয়েছেন। তবে ততক্ষণে ১৭০.০০ স্ট্রাইক রেটে ৪০ বলে ৬৮ রান ভ্যান জিলের। মেরে এসেছেন ৪টি ছক্কা ও ৩টি চারের মার। রংপুরের দারুণ বোলিংও পারেনি সেভাবে তাকে সামলাতে। শেষে পারলেও ততক্ষণে তো স্কোরটা বড়ই হয়ে গেছে হোমটিমের।
দৈনিক দেশজনতা/এন এইচ