১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ ও ২৭ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৬ এবং ২৭ নভেম্বরের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।  শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।

তবে কেন ও কি কারণে পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি

এনইউ পরিচালক (ভারপ্রাপ্ত) ও জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম।

তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ছুটির দিন থাকায় কারণ বলা যাচ্ছে না। তবে স্থগিত পরীক্ষা সমূহের তারিখ অতিসত্বর বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৮:৩৮ অপরাহ্ণ