১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৩

প্রকাশ্যে আফ্রিকায় থাকা মার্কিন গোপন ঘাঁটি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

আফ্রিকার জিবুতিতে গোপন মার্কিন ড্রোন ঘাঁটির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে ওয়াশিংটন। স্যাটেলাইটে তোলা ছবি থেকে গুগল আর্থের অনলাইন ম্যাপিং সার্ভিসের মাধ্যমে এই খবর সম্প্রতি ফাঁস করে ‘দ্য ইন্টারসেপ্ট’। তাদের দাবি, পেন্টাগন ও গুগল আর্থের তথ্যে প্রকাশ পেয়েছে যে জিবুতির চাবেলি বিমানঘাঁটিতে উচ্চ প্রযুক্তির সামরিক যন্ত্রপাতি বসিয়েছে যুক্তরাষ্ট্র।

রাজধানী জিবুতি থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত ওই বিমানঘাঁটিকে জনমানব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি স্থানে পরিণত করা হয়েছে। যদিও কয়েক বছর আগেই বিমানঘাঁটিকে স্যাটেলাইটে তোলা ছবির মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল।

কিন্তু এখন সে ঘাঁটিতে বিমানের বহুসংখ্যক হ্যাঙার তৈরি করা হয়েছে। এছাড়া স্যাটেইলাট ডিশ এবং প্রচুর পরিমাণে চালকবিহীন ড্রোনেরও উপস্থিতিও দেখা গেছে। যদিও মার্কিন কর্তৃপক্ষ ওই বিমানঘাঁটি নিয়ে এতদিন প্রকাশ্যে মুখ খোলেননি।

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৮:৩২ অপরাহ্ণ