২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৩৪

আগামীকাল বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দু’দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০১৭ (এবিসি-২০১৭) শুরু হচ্ছে আগামীকাল রোববার। দুই দিনব্যাপী এ বার্ষিক ব্যাংকিং সম্মেলন শেষ হবে আগামী ২৭ নভেম্বর সোমবার।

বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে চারটি প্ল্যানারি সেশনে ২০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার,গবেষক এবং শিক্ষার্থীরা এসব সেশনের আলোচনায় অংশগ্রহণ করবেন।

দুই দিনের সম্মেলনে ছয় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে।

বার্ষিক ব্যাংকিং সম্মেলনে সহযোগিতা করছে ইউএনসিডিএফ।

এছাড়াও আছে কিউ ক্যাশ, এনরুট এবং আমরা নেটওয়ার্ক।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় এ অনুষ্ঠানটি আয়োজন করছে বিআইবিএম।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৬:৫৭ অপরাহ্ণ