নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আপনারা (সরকার) ঘরে ফসল তুলবেন সেটা কোনোভাবেই সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বরং এর জন্য উচ্চমূল্য দিয়ে আপনাদেরকে পালাতে হবে বলেও সতর্ক করেন তিনি। বেগম খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
আমির খসরু বলেন, ‘একজন আইনমন্ত্রীর মুখে এ ধরনের কথা শোভা পায় না। বিচার বিভাগ যে তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে তারই প্রতিফলন ঘটেছে আইনমন্ত্রীর বক্তব্যে।’
৭ মার্চের ভাষণের স্বীকৃতি উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সমাবেশকে স্বাগত জানাই। একটা গণতান্ত্রিক দল হিসেবে প্রতিটি দলেরই সমাবেশ করার অধিকার রয়েছে। তবে কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানেই আরেকটি সমাবেশের আয়োজন করেছিল বিএনপি। সেই সমাবেশ করার জন্য ২৩টি শর্ত দেয়া হয়েছিল, সমাবেশে যেন লোকজন না আসতে পারে তার জন্য গাড়ি-ঘোড়া বন্ধ করে রাখা হয়েছিল। এটা কি লেভেল প্লেয়িং ফিল্ড হলো? একদল সরকারি সকল সুবিধায় নির্বাচনী প্রচার করবে অন্যদল সাধারণ সকল সুযোগ সুবিধাও পাবে না এটা তো গণতন্ত্র নয়। আজ লেভেল প্লেয়িং ফিল্ড নেই, নির্বাচনকালীন যে থাকবে এর তো কোনো আশাই দেখছি না।’
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যদি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো চিন্তা করে তাহলে তারা ভুল করছে। আগামী নির্বাচনের জন্য দেশের মানুষ প্রস্তুত। তারা সরকার ও নির্বাচন কমিশনের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই ধরনের নির্বাচন করার কোনো সুযোগ থাকবে না।’
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার চুক্তির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণকে ধোকা দেয়ার জন্যই এই চুক্তি করা হয়েছে। এটা একটা ওপেন চুক্তি। কবে থেকে তাদেরকে ফেরত পাঠানো হবে এবং কতদিনের মধ্যে পাঠানো হবে নির্দিষ্ট কোনো কিছুই নেই এই চুক্তির মধ্যে। এটা শুধু জনগণকে ধোকা দেয়ার জন্যই করা হয়েছে।’
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন: প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার’শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন।
সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠিাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আব্দুল মান্নান তালুকদার, সুকোমল বড়ুয়া, বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।
দৈনিক দেশজনতা/এন এইচ