১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

কুমিল্লাকে হারাল রাজশাহী কিংস

স্পোর্টস ডেস্ক:

বিপিএলের পঞ্চম আসরের শুরুটা হার দিয়ে হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এরপর যেন হারতেই ভুলে গেছে দলটি। অবশেষে হারের স্বাদ পেল কুমিল্লা। শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লাকে ৩০ রানে পরাজিত করেছে রাজশাহী কিংস।
টানা পাঁচ ম্যাচ জেতার পর হারের মুখ দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে অষ্টম ম্যাচে তৃতীয় জয়ে ডুবতে বসা শেষ চারের স্বপ্ন জাগিয়ে তুলল রাজশাহী কিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে রাজশাহী কিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লার হয়ে ৪৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৩ রান করেন তামিম ইকবাল। শোয়েব মালিক ২৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় খেলেন ৪৫ রানের ইনিংস। এছাড়া হাসান আলি ৭ বলে ১৬ এবং জস বাটলার ১০ বলে করেন ১৫ রান।
রাজশাহী কিংসের হয়ে অসাধারণ বোলিং নৈপুণ্য উপহার দেন মোহাম্মদ সামি। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট নেন এই পাকিস্তানি পেসার। মোস্তাফিজুর রহমান ও ডোয়াইন স্মিথ নেন দুটি করে উইকেট। মেহেদী হাসান মিরাজ ও জেমস ফ্রাঙ্কলিন নেন একটি করে উইকেট।
১৮৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম ও মালিকের দৃঢ়তায় দারুণ লড়ছিল কুমিল্লা। ১৪ ওভার পর্যন্ত কক্ষপথেই ছিল ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। তবে এরপরই ধস নামে কুমিল্লার ইনিংসে।
১৫তম ওভারে তিন উইকেট নিয়ে কুমিল্লাকে ম্যাচ থেকে ছিটকে দেন সামি। ওভারের দ্বিতীয় বলে তামিমকে ক্যাচ আউট করে রাজশাহীকে ম্যাচে ফিরিয়ে আনেন সামি। চতুর্থ বলে অলক কাপালিকে বোল্ড করে কুমিল্লার আশার প্রদীপ নিভিয়ে ফেলেন এই পাকিস্তানি পেসার।
ওভারের শেষ বলে ডিপ পয়েন্টে ডোয়াইন স্মিথের হাতে ক্যাচ দিয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ফিরে গেলে রাজশাহীর জয় সময়ের ব্যাপারে পরিণত হয়। শেষদিকে হাসান আলি ও বাটলারের ব্যাটিং শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
এর আগে টপ ও মিডলঅর্ডারের দায়িত্বশীল ব্যাটিং এবং ড্যারেন স্যামির তাণ্ডবে বড় সংগ্রহ গড়ে রাজশাহী কিংস। রাজশাহীর হয়ে মুমিনুল ১৬ বলে ২৩, ডোয়াইন স্মিথ ১৮ বলে ১৯, লুক রাইট ৩৬ বলে ৪২ এবং জাকির হাসান করেন ১৫ বলে ২০ রান। শেষদিকে ব্যাটিংয়ে নেমে ১৪ বলে ৬টি ছক্কা এবং ১টি চারের সাহায্যে ৪৭ রানের ‘টর্নেডো’ ইনিংস উপহার দেন স্যামি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া হাসান আলি দুটি ও আল-আমিন নেন একটি উইকেট।
সপ্তম ম্যাচে দ্বিতীয় হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরেই রইলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে তৃতীয় জয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে ওঠে এসেছে রাজশাহী কিংস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ