২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২৭

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেন সংঘর্ষ আহত ৩

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হটাৎপাড়ায় মালবাহী ট্রেন ও তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রায়হান হাসান, রেলওয়ে নিরাপত্ত বাহিনীর সদস্য সরোয়ার হোসেন ও মতিউর রহমান গুরুতর আহত হন।
শনিবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আক্তারুজ্জামান, সহকারী চালক রাসেল আহম্মেদ, ও গার্ড কামরুজ্জামান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দর্শনা রেলষ্টেশন মাষ্টার হাফিজুর রহমান জানান, শনিবার ভোরে ঈশ্বরদি থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি তেলবাহী ট্রেন দর্শনা হটাৎপাড়া কেবিনের কাছে পৌঁছায়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়।
এতে চালক রায়হান, নিরাপত্তা বাহিনীর সদস্য সরোয়ার হোসেন ও মতিউর রহমান আহত হয়। আহতদেরকে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর থেকে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২ টায় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়ে উদ্ধারকাজ শুরু করে।
এ ঘটনায় ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৬:২৪ অপরাহ্ণ