আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যা প্রচেষ্টার জন্য টেক্সাসের এক নারীকে অভিযুক্ত করা হয়েছে। চিঠির ভেতরে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে জুলিয়া পফ নামের ওই নারী ২০১৬ সালে ওবামা এবং টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গেগ্র অ্যাবোটকে হত্যার চেষ্টা চালিয়েছিলেন অভিযোগে বলা হয়েছে। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, ওই ঘটনায় বৃহস্পতিবার জুলিয়াকে অভিযুক্ত করা হয়। মামলার কৌঁসুলিরা বলেছেন, ঘরে তৈরি বোমাভর্তি ওই চিঠি যদি খোলা হতো তাহলে ওবামা ও অ্যাবোট আহত কিংবা নিহত হতে পারতেন।
খবরে বলা হয়েছে, ৪৬ বছর বয়সী জুলিয়া আর্থিক সংকট ও সাবেক প্রেসিডেন্টের প্রতি ঘৃণা থেকে ওবামাকে বোমা হামলার মাধ্যমে হত্যা কিংবা আহত করতে চেয়েছিলেন। মামলার তদন্তকারীরা বলেছেন, বারাক ওবামাকে হত্যার জন্য মোবাইল ফোন, সিগারেটের প্যাকেট এবং সালাদ ড্রেসিং ক্যাপে করে বিস্ফোরক পাঠিয়েছিলেন তিনি। হোয়াইট হাউজে স্ক্রিনিং করার সময় বোমা শনাক্ত করা হয়।
বার্তা সংস্থা এপির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এ ব্যাপারে সাবেক প্রেসিডেন্টের প্রাইভেট অফিসের মুখপাত্র কেটি হিলকে জিজ্ঞেস করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া অ্যাবোটের অস্টিন অফিসের জনসংযোগ অফিস থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পফ এখন হাস্টনের কারাগারে বন্দি আছেন। তার আইনজীবী অ্যাশলি কাপের এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। পফের জীবনী থেকে জানা যায়, তিনি এর আগে চুরি ও জালিয়াতির দুটি ঘটনায় অভিযুক্ত হয়েছেন। কিন্তু সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। সর্বশেষ অভিযোগের ব্যাপারে আগামী বছরের শুরুর দিকে শুনানি হবে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি