১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

চুয়াডাঙ্গায় ২ ট্রেনের সংঘর্ষে আহত ৪, ট্রেন চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন আহত হয়েছে। এঘটনার পর থেকে খুলনা-ঢাকা ও খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ
শনিবার ভোর ৬টার দিকে উপজেলার দর্শনা হোল্ডস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দর্শনা রেলস্টেশন জিআরপি ইনচার্জ জাফর হোসেন গণমাধ্যমকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের (৬০০৪) সঙ্গে মধুখালী সাঠর থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের (৬৪১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, মালবাহী ট্রেনটি দর্শনা আন্তজার্তিক স্টেশনে না গিয়ে হোল্ড স্টেশনে ঢোকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরই রাজবাড়ীতে উদ্ধারকারী দলকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান জিআরপি ইনচার্জ জাফর।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ১০:১৯ পূর্বাহ্ণ