১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

জর্জিয়ার বিলাবহুল হোটেলে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:

জর্জিয়ার বাটুমি শহরের একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের ২২তলা লিওগ্র্যান্ড হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর: বিবিসি।

জর্জিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মাইকেল্যাডজি জানান, আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১২ জন মারা গেছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে ঘটনার পর হোটেল থেকে ১০০ জনকে উদ্ধারের কথা স্থানীয় গণমাধ্যমে খবর দেওয়া হয়েছে। বাটুমির এক মুখপাত্র জানান, আগুনের ধোঁয়ায় অসুস্থদের মধ্যে তিনজন তুরস্ক ও একজন ইসরাইলের নাগরিক রয়েছেন।

তবে নিহতদের মধ্যে কোনো বিদেশি রয়েছেন কি না, তা জানা যায়নি। দেশটির আঞ্চলিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি গাড়ি ও ১০০ কর্মী কাজ করছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ