১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

সিনাইয়ে মসজিদে বোমা হামলা নিহত ২৩৫

আন্তর্জাতিক ডেস্ক:

মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের একটি মসজিদে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১০৯ জন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিনাইয়ের আল-আরিশের পশ্চিমাঞ্চলে আল-রাওদা মসজিদে এ হামলার ঘটনা ঘটে। খবর: আল-আহরাম ও ডেইলি সাবাহ। সন্ত্রাসী হামলার ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণার কথা জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর গাড়িতে করে আসা বন্দুকধারীরা মুসল্লিদের উপর নির্বিচার গুলিবর্ষণ করতে থাকে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী মসজিদে রক্তাক্ত এই হামলার দায় স্বীকার করেনি। হতাহতদের উদ্ধারে ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবরুদ্ধ গাজা সীমান্তে রাফা ক্রসিং তিন দিনের জন্য খুলে দেয়ার একদিন আগে এই হামলার ঘটনা ঘটল। সন্ত্রাসী হামলার অজুহাতে বহির্বিশ্বের সঙ্গে গাজার এই একমাত্র ক্রসিং বন্ধ করে রেখেছে মিশর। এতে ইসরাইলি অবরোধে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে গাজার ফিলিস্তিনিদের।

মিশরের সিনাইয়ে জঙ্গিরা প্রায়শই নিরাপত্তা বাহিনী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালিয়ে থাকে। এই প্রথম মসিজদে হামলার ঘটনা ঘটল।

 

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৯:৩২ পূর্বাহ্ণ