১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

হোমনায় ৪ দোকানে আগুন ৫০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই

 হোমনা (কুমিল্লার) প্রতিনিধিঃ

কুমিল্লার জেলার হোমনা উপজেলার কাশিপুর গ্রামের হাসেম মিয়া উচ্চ বিদ্যালয়ের মার্কেটে অগ্নিকান্ডে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকগণ ও স্কুল কর্তৃপক্ষ। আগুনে ভস্মীভূত দোকানগুলো হলো- জাহাঙ্গীর হার্ডওয়ার, স্মরণীয় স্টুডিও,রাঙ্গামাটি ফার্ণিচার ও মা- বাবার দোয়া কসমেটিকস। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জাহাঙ্গীর হার্ডওয়ারের মালিক স্বজল আশফাক বলেন , রাত ৭টার দিকে দোকান তালা দিয়ে বাড়িতে চলে যাই। রাত ৯ টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আশে পাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। পরে হোমনা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আধা ঘন্টা চেষ্টা করে রাত ১০ টা সসময়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এই মার্কেটের চার দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আরো তিনটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে বলে দেখা যায়। হোমনা ফায়ার সার্ভিস অফিসের লিডার মো. নজরুল ইসলাম বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে চারটি দোকান পুড়ে গেলেও আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এতে মার্কেটের অন্য দোকান গুলোতে আগুন ছড়াতে পারেনি। লিডার আরো বলেন বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম বলেন, এ অগ্নিকান্ডে বিদ্যালয়ের মার্কেটে ব্যাপক ক্ষতি হয়েছে ।

তবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে। কাশিপুর হাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, বিদ্যালয়ের মার্কেটের চার দোকান পুড়ে গেছে এবং আরো তিনটি দোকানের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দোকান মালিকসহ ৫০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ৮:৪৬ অপরাহ্ণ