২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০০

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অপহরনের চেষ্টা

লালপুর(নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীকে অপহরনের চেষ্টা চালিয়েছে এক বখাটে । এঘটনায় ওই ছাত্রীর পিতা লালপুর থানায় এজাহার করলে তা রিপোর্ট লেখা পর্যন্ত রেকর্ড করা হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, লালপুর উপজেলার ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করায় তার পিতা উত্যক্তকারী উপজেলার মানিকপুর গ্রামের আবু হোসেনের ছেলে মিরনকে(১৮) শাসিয়ে দেয়। এঘটনায় বখাটে মিরন ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর প্রাইভেটে যাওয়ার পথে গত সোমবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে তার দুই বান্ধবীর সহায়তায় তাকে জোরপূর্বক মোটর সাইকেলে তুলে নেয়। এসময় তার চিৎকারে ওই এলাকার লোকজন এগিয়ে আসলে বখাটে মিরন তাকে ফেলে পালিয়ে যায়। চলন্ত মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে ওই ছাত্রী মারাত্মক জখম হয় এবং জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করে।
এব্যাপারে ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক মাহাবুবুর রহমান রিপন জানান, ঘটনাটি আমি ছাত্রীর বাবার নিকট শোনার পর বাড়িতে গিয়ে দেখা করি।
ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবী জানাচ্ছি।
ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, ঘটনাটি আমি জানতাম না। তবে ওই বখাটের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান, অভিযোগ পেয়েছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ