বিনোদন ডেস্ক:
আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে আট দেশের নির্মাতাদের সঙ্গে জুরি বোর্ডের সদস্য হিসেবে থাকছেন চিত্রশিল্পী ও অভিনেত্রী বিপাশা হায়াত। উৎসবের ‘ওমেনস ফিল্মমেকার সেকশন’-এ বিচারক হিসেবে থাকছেন তিনি।
এ প্রসঙ্গে বিপাশা হায়াত বলেন, ‘এ উৎসবে যোগ দেওয়া অবশ্যই আনন্দের এবং নতুন অভিজ্ঞতার। এক ধরনের সম্মান বা স্বীকৃতিও বলতে পারেন। এত বছর যে পথ ধরে চলেছি এবং চর্চা করেছি সেটা থিয়েটার, টেলিভিশন, চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, চিত্রকর্ম, আবহ সঙ্গীত বা সম্পাদনায়, সার্বিকভাবে এ বিষয়গুলো এ ক্ষেত্রে কাজে লাগবে।’
তৌকির আহমেদের মুক্তির অপেক্ষায় থাকা ‘হালদা’ ছবির পোস্টার ডিজাইন করেছেন বিপাশা হায়াত। এ ছবিটি ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সম্পর্কে বিপাশা হায়াত বলেন, আমার বিয়ের আগে থেকেও সিনেমা, নাটক বা অভিনয় নিয়ে তৌকিরের সঙ্গে আমার আলোচনা হতো। এখন সেটা পূর্ণাঙ্গরূপ পেয়েছে। ওর সৃষ্টি বা আমার সৃস্টির বিষয় নিয়ে সব সময়ই ওর সঙ্গে আমার আলোচনা হয়। যদিও ছবিটি তৌকির পরিচালনা করেছে তবুও তার সঙ্গে আমার এর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বলাযায় এটা একটা পারিবারিক সৃষ্টির ছবি।
দৈনিক দেশজনতা /এন আর