২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫১

শাহজালালে যাত্রীর বেল্ট ও মানিব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রহমত উল্লাহ নামে এক যাত্রীর কোমরের বেল্ট ও মানিব্যাগ থেকে ২০ লাখ টাকার স্বর্নের পাত আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার সকালে ওই যাত্রী দুবাই থেকে একটি ফ্লাইটে (এফজেড-৫৮৩) ঢাকায় আসেন। এ সময় ওই যাত্রীর প্যান্টের সঙ্গে থাকা চামড়ার বেল্টটি স্ক্যানিং করা হয়। এতে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর বেল্ট খুলে ২৩২ গ্রাম ওজনের স্বর্ণের পাত ও তার মানিব্যাগ থেকে ১৭০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

তিনি জানান, ওই যাত্রী স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি করে বেল্টের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। কোনো প্রকার ব্যাগেজ ঘোষণা না দিয়ে দ্রুত গ্রীন চ্যানেল ত্যাগ করার সময় তাকে তল্লাশি করে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ ১০ হাজার টাকা। পরে যাত্রী রহমত উল্লাহ’র বিরুদ্ধে শুল্ক আইন মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ৭:৫৬ অপরাহ্ণ