১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:২৩

শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৫ রানে শেষ

স্পোর্টস ডেস্ক:
নাগপুরে দ্বিতীয় টেস্টে মাত্র ২০৫ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ১১ রান সংগ্রহ করেছে ভারত। গামাজের বলে ৭ রান করে আউট হন লোকেশ রাহুল। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারা।
ভারতীয় বোলিং আক্রমণের সামনে চান্ডিমাল কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাকে ফিরিয়ে দেন আশ্বিন। ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন ৫৭ রান করেন দীনেশ চান্ডিমল। দীনেশ ছাড়াও রান পান করুণারত্ন(৫১) এবং ডিকবেলা(২৪)। ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। তিনটি করে উইকেট পান রবীন্দ্র জাডেজা এবং ইশান্ত শর্মা।
 দিনশেষে ভারত লোকেশ রাহুলের উইকেট হারিয়ে ১১ রান করে। এখন চেতেশ্বর পূজারা ২ ও মুরলী বিজয় ২ রানে অপরাজিত আছেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ৮:০৮ অপরাহ্ণ