১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা আজ

স্পোর্টস ডেস্ক:

সর্বশেষ ৮টি টেস্ট সিরিজ জিতেছে ভারত। আর দেশের মাটিতে তাদের সিরিজ হারের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ২০১২-১৩ সালে। এবছরই শ্রীলঙ্কা সফরে গিয়ে দলটিকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে ভারত। তাই ইডেন গার্ডেনসে প্রথম টেস্ট ড্র করেও বিরাট কোহলিরা বেশ নির্ভার। দুর্বল শ্রীলঙ্কার চেয়ে সামনের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েই বেশি চিন্তিত তারা। নাগপুরেও পেসবান্ধব উইকেট বানানো হয়েছে। আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার রয়েছে শক্তিশালী ভারতকে ধাক্কা দেয়ার একটা সুযোগ। নাগপুরে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।

.দল হিসেবে খারাপ সময় পার করছে শ্রীলঙ্কা। পাকিস্তানের সাথে সীমিত ওভারের ক্রিকেটে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। তবে তার আগে সেই দলটিকেই টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল দিনেশ চান্দিমালের দল। ভারতের বিপক্ষে প্রথম টেস্টেও দিয়েছিল ভালো খেলার আভাস। ভারতীয় প্রথম ইনিংস ১৭২ রানে আটকে ফেললেও নিজেরা খুব বড় লিড নিতে পারেনি। আর চতুর্থ ইনিংসে ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ড্র করা নিয়েও শঙ্কা জাগিয়ে ফেলেছিল একসময়। তবে শেষপর্যন্ত হারতে হয়নি। ড্র নিয়েই মাঠ ছেড়েছিল দলটি।

প্রথম টেস্টে ভারতীয় স্পিনারদের কোন উইকেট দেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেয়া পেসার ভুবনেশ্বর কুমারকে অবশ্য সামলাতে হবে না তাদের। বিয়ের কারণে আপাতত তিনি নেই ভারতীয় দলে। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে নিজেদের খুঁজে পেয়েছিল ভারতের টপ-অর্ডার। অধিনায়ক করেছিলেন রেকর্ড ৫০তম সেঞ্চুরি। যা ইনিংসের হিসেবে যৌথভাবে দ্রুততম। প্রথম ইনিংসে দারুণ বল করেছিলেন লঙ্কান পেসার সুরঙ্গা লাকমাল। ৮ বছর পর ভারতে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা। শক্তিশালী ভারতীয় দলের বিপক্ষে সাফল্য খুঁজে পেতে হলে জ্বলে উঠতে হবে চান্দিমালদের সবাইকে।

আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

একাদশ-

ভারত : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব ও ইশান্ত শর্মা।

শ্রীলঙ্কা : দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রম, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, নিরোশান ডিকওয়েলা, দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমাল ও লাহিরু গামাগে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ