১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

আজও বিচ্ছিন্ন দিনাজপুরের সড়ক যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মোটর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে দিনাজপুর জেলায় বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। ফলে দুই দিন ধরে জেলার অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস-ট্রাকসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। .দুই দিন ধরে চলা পরিবহন ধর্মঘটের ফলে দিনাজপুরের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ বেড়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার নার্গিস প্রামাণিক বলেন, ‘বাস বন্ধ থাকায় যাত্রীরা ট্রেনেই ভিড় করছে। এতে তাদের হিমশিম খেতে হচ্ছে।’ এদিকে, পরিস্থিতি নিরসনে বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতাদের নিয়ে এক সমঝোতা বৈঠকে বসেন।

জেলা প্রশাসনের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই বৈঠকে মোটর পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন তাদের ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ ও শ্রমিককে মারধরের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বৈঠক থেকে বেড়িয়ে আসেন। ফলে ব্যর্থ হয়ে যায় টানা আড়াই ঘণ্টার ওই বৈঠক।

বৈঠক থেকে বেড়িয়ে এসে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক জানান, শ্রমিকদের মারধর এবং গাড়ি ভাংচুরের বিষয়টি বৈঠকে সুস্পষ্টভাবে আলোচনা না করায় তারা বৈঠক থেকে বেড়িয়ে এসেছেন। দুই শ্রমিককে মারধরের বিষয়টি এবং বাসে হামলার ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু জানান, জ্বালিয়ে দেওয়া দুটি গাড়ির ক্ষতিপূরণ এবং সড়কে যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সফিউল আলম জানান, বৈঠকে জেলা প্রশাসক যে প্রস্তাব দিয়েছে, তার সাথে তিনি একমত পোষণ করেন। তদন্তের মাধ্যমেই প্রকৃত দোষী কে তা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জেলা প্রশাসকের প্রস্তাব অনুযায়ী ছাত্রদের মহসড়কে অবরোধ তুলে নিতে বলা হয়েছে।

বৈঠক শেষে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম সাংবাদিকদের বলেন, ‘ছাত্র-শ্রমিক দ্বন্দ ও বাসে অগ্নিসংযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হবে। তাদের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। মোটর পরিবহন শ্রমিক ও সড়ক পরিবহন মালিক গ্রুপকে তাদের ধর্মঘট প্রত্যাহার এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।’

জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে ওই সমঝোতা বৈঠকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর. ড. সফিউল আলম এবং শ্রমিকদের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিক ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষে নেতৃত্ব দেন সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সেলু। এ ছাড়াও দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম ও বিশ্ববিদ্যলয়ের বেশ কিছু ছাত্র বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহন করা একটি বাসের সাথে তৃপ্তি পরিবহন নামে একটি বাসের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্ররা এসে মোটর পরিবহন শ্রমিকদের মারধর করে ও বাস ভাংচুর করে। এ সময় শ্রমিকরাও পাল্টা আক্রমণ করে, এতে দুই শিক্ষার্থী ও তিন শ্রমিক আহত হয়। আহত ছাত্র নিবিড় ও সৌরভ এবং মোটর পরিবহন শ্রমিক ভোলা, তুহিন ও আফজালকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের রাস্তায় বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি যানবাহন ভাংচুরসহ দু’টি বাসে অগ্নিসংযোগ করে ছাত্ররা।

এ ঘটনার পর থেকেই দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ও দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ