১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

৩৮তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

দৈনিক দেশজনতা ডেস্ক:

১। লাল আলোয় নীল রঙের ফুল কেমন দেখায়?
ক. কালো খ. বেগুনি গ. সবুজ ঘ. লাল
২। স্নেহপদার্থ নিম্নের কোনটিতে দ্রবণীয়?
ক. তেল খ. পানি গ. তেল ও পানির মিশ্রণ ঘ. ঘি

৩। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কিরূপ?

ক. ৬: ৪ : ১ খ. ৫ : ৩ : ১ গ. ৪ : ১ : ১ ঘ. ৩ : ৩ : ১
৪। আকাশ নীল দেখায় কেন?
ক. নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে
খ. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
গ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে
ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে
৫। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
ক. কম হয় খ. একই হয়
গ. বেশি হয় ঘ. খুব কম হয়
৬। সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে নির্ণয় করা হয়?
ক. প্রতিফলন খ. প্রতিসরণ
গ. প্রতিধ্বনি ঘ. বিচ্ছুরণ
৭। নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক. টিএসপি খ. সবুজ সার গ. পটাশ ঘ. ইউরিয়া
৮। ইলেকট্রোপেটিং কাকে বলে?
ক. ধাতুর ঔজ্জ্বল্য বৃদ্ধির জন্য তাকে বার্নিস দিয়ে আবৃত করা হয়
খ. যে কোনো ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ
গ. এক ধরনের রঙ যার ব্যবহারে মরিচা পড়া বন্ধ হয়
ঘ. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর ওপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেওয়া
৯। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত?
ক. ১০ খ. ১২ গ. ১৪ ঘ. ১৬
১০। নিম্নোক্তগুলোর কোনটি কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগ সৃষ্টি করে-
ক. ভাইরাস খ. ডিব্রিজোকসা গ. ব্যাকটেরিয়া ঘ. সিগেলাসনি
১১। বিশ্বের প্রথম টেস্টটিউব বেবি কে?
ক. লুইস ব্রাউন-ইংল্যান্ড খ. টিমথি-ফ্রান্স
গ. এরিক ব্রাউন-জার্মানি ঘ. জন এন্ডারসন-আয়ারল্যান্ড
১২। নিম্নোক্ত কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি-
ক. মাংস খ. শুঁটকি মাছ গ. ডিম ঘ. তাজা মাছ
১৩। সূর্যের আলো থেকে আমরা কোন ভিটামিন পাই?
ক. ভিটামিন ডি খ. ভিটামিন এ
গ. ভিটামিন বি ঘ. ভিটামিন সি
১৪। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি-
ক. কৃষিবিষয়ক বিজ্ঞান
খ. পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিজ্ঞান
গ. প্রাণী ও উদ্ভিদের বংশবিস্তার সম্পর্কিত বিজ্ঞান
ঘ. শল্যচিকিৎসা সম্পর্কিত বিজ্ঞান
১৫। পিতল কী কী মৌল উপাদান দিয়ে তৈরি?
ক. তামা ও টিন খ. তামা ও লোহা
গ. তামা ও দস্তা ঘ. লোহা ও সিসা
১৬। জীবের বংশবৃদ্ধির বৈশিষ্ট্য বহন করে-
ক. ক্রোমোজোম খ. প্লাস্টিড
গ. নিউক্লিয়াস ঘ. নিউক্লিওপাজম
১৭। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র যা- রূপান্তরিত করে।
ক. যান্ত্রিক শক্তিকে তড়িৎশক্তিতে খ. তড়িৎশক্তিকে শব্দশক্তিতে
গ. শব্দশক্তিকে তড়িৎশক্তিতে ঘ. তড়িৎশক্তিকে যান্ত্রিক শক্তিতে
১৮। গ্যালভানাইজিং হলো লোহার ওপর-
ক. তামার প্রলেপ খ. গ্রিজের প্রলেপ
গ. দস্তার প্রলেপ ঘ. রঙের প্রলেপ
১৯। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি?
ক. সংকর ধাতু দিয়ে খ. সিসা দিয়ে
গ. টাংস্টেন ধাতু দিয়ে ঘ. তামা দিয়ে
২০। রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-
ক. ফ্রেয়ন খ. কিওন গ. হিলিয়াম ঘ. নিয়ন
১.ক ২.ক ৩.গ ৪.গ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ঘ ৯.গ ১০.গ ১১.ক ১২.খ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.ক

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ